বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা এই প্রচারণায় অংশ নেন।
সাহাপুর ইউনিয়নের মাছকান্দি এলাকায় আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতন হীরা, সাধারণ সম্পাদক সুজন রায় এবং ইউনিয়ন যুবদলের সভাপতি অমিতোষ বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে বেথুরি উত্তরপাড়া মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান গোপালগঞ্জ জেলা দায়রা ও জজ কোর্টের জিপি অ্যাডভোকেট এম এ সেলিম।
২১ নং বোড়াশী ইউনিয়নে সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ রিপন মোল্লার নেতৃত্বে এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একই ইউনিয়নে যুবদলের সভাপতি মোঃ সোহাগ মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ রমজান খানের নেতৃত্বে পৃথক প্রচারণা চালানো হয়।
করপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল ফকিরের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে গণসংযোগ পরিচালিত হয়।
গোপালগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন—মডেল স্কুল এলাকা, পোস্ট অফিস মোড়, বীণাপাণি স্কুল, পারহাউজ রোড ও ১৪ নং ওয়ার্ডের সোনাকুড় মধ্যপাড়ায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।
এছাড়া সাতপাড় ইউনিয়নের সানপুকুরিয়া, রাধানগর ও আড়ুয়াকান্দি বাজারসহ ফলসী হাট ও বলাকড় ইউনিয়নে পৃথক পৃথক দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর। এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, "ডাঃ কে এম বাবর একজন মানবিক চিকিৎসক হিসেবে দীর্ঘকাল মানুষের সেবা করেছেন। আগামীর উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।"
প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...