Logo Logo

হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার বাকেরগঞ্জের সাবেক মেয়র লোকমান


Splash Image

বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ৫টি মামলা রয়েছে।


বিজ্ঞাপন


বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, লোকমান হোসেন ডাকুয়ার বিরুদ্ধে হত্যা মামলা সহ মোট ৫টি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতে তিনি জামিনে থাকলেও নিয়ামতি ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে রাতেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, “একটি বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

-(বরিশাল) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...