তাপমাত্রায় সামান্য ওঠানামার পূর্বাভাস
বিজ্ঞাপন
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। এ অবস্থায় দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে ওড়িশা উপকূল এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
শনিবার ও রোববারও দেশের আট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে রবিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস রয়েছে।
সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিনের শেষে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...