Logo Logo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী


Splash Image

ছবি : সংগৃহীত।

রোববার (৩১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে। প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।”


বিজ্ঞাপন


তিনি এই মন্তব্য করেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। রিজভী আরও বলেন, “এ কারণে আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।”

রিজভী জানিয়েছেন, সাক্ষাৎকারে আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের বিষয়েও কথা হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে সীমানা পুনর্নির্ধারণে কোনো নির্দিষ্ট আসন নিয়ে আলোচনা হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জের বিষয়ে নানা সময়ে আমাদের উদ্বেগ জানিয়েছি। আশা করি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে।”

রিজভী নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের ওপর হামলার ঘটনায়। তিনি বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ওপর হামলা নিন্দনীয়। এটি নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”

একই সময় রিজভী উল্লেখ করেছেন, “কে নিবন্ধন পাবেন, কে পাবেন না, তা কমিশনের ওপর নির্ভর করে। আমরা আশা করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন সকলের জন্য অনুষ্ঠিত হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...