Logo Logo

নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলন নিয়ে বাবরের প্রতিক্রিয়া আলোচনায়

নেত্রকোণায় ঐক্যের ডাক, জাতীয়তাবাদের ঘাঁটি হবে বিএনপি — বাবর


Splash Image

লুৎফুজ্জামান বাবর: জাতীয়তাবাদের নতুন সূর্যোদয় নেত্রকোনায়

নেত্রকোনার আকাশে আজ জাতীয়তাবাদের নতুন সূর্যোদয়”—বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “নেত্রকোনার আকাশে আজ জাতীয়তাবাদের নতুন সূর্যোদয়।”

রবিবার (৩১ আগস্ট) বিকেলে নেত্রকোণা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হওয়ার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বাবর বলেন, দীর্ঘ ১১ বছর পর আয়োজিত এই সম্মেলন ছিল জাঁকজমকপূর্ণ, কর্মী-সমর্থকদের অকৃত্রিম ভালোবাসা ও জনতার উচ্ছ্বাসে ভরপুর। প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থী আওয়ামী ফ্যাসিবাদের চরম নিপীড়নের শিকার হয়েও দলের প্রতি অনুগত থেকেছেন। বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি বিজিত প্রার্থীদেরও রাজনৈতিক ময়দানে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও পারস্পরিক সৌহার্দ্য তাকে মুগ্ধ করেছে। তার মতে, এই সম্মেলনে যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে, তা নেত্রকোণা জেলা বিএনপিকে শক্তিশালী জাতীয়তাবাদী ঘাঁটিতে রূপান্তরিত করবে।

বাবর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জেলার প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে নেত্রকোণায় জাতীয়তাবাদী শক্তির জাগরণ ঘটবে, তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে, আর আগামীর মুক্তির সংগ্রামে নেত্রকোণা অগ্রণী ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...