Logo Logo

চবি সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা

শিক্ষার্থী-এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্ক, ছাত্রীকে কেন্দ্র করে সহিংসতা!


Splash Image

ছাত্রীকে কেন্দ্র করে চবিতে সহিংসতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে শতাধিক আহত। সহ-উপাচার্যসহ অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি।


বিজ্ঞাপন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে কেন্দ্র করে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ কামাল উদ্দিনসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় টানা সংঘর্ষ হয়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৭০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে অর্ধশতাধিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় শনিবার রাত সাড়ে ১২টার দিকে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ভাড়া বাসায় ফিরতে গেলে দারোয়ান তাকে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। অভিযোগ রয়েছে, দারোয়ান ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে এবং মারধর করে। এরপর বিষয়টি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে।

রোববার সকাল ১১টায় পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বিকেল থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল এবং ৪-৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

-মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী (চট্টগ্রাম)

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...