মনোহরদীতে কিন্ডারগার্টেন নিবন্ধন ও মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা
বিজ্ঞাপন
নরসিংদীর মনোহরদীতে কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নারান্দী জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকা। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জেসমিন আক্তার এবং মনোহরদী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জালাল উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা কিন্ডারগার্টেন স্কুলের সরকারি নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, নিবন্ধন সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...