বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে একযোগে পাঁচ স্থানে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি, শহর বিএনপি ও এমপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের উদ্যোগে নিজ নিজ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
একই সময়ে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস খানের উদ্যোগে আড়াই আনি বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নবগঠিত শেরপুর জেলা বিএনপির সদস্য এবং সাবেক সহসভাপতি অধ্যক্ষ নূরুল আমিন।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবগঠিত শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরীর উদ্যোগে দক্ষিণ বাজার এলাকায় আলোচনা সভা হয়।
এছাড়া, পৌরসভা কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান আলোচনা সভার আয়োজন করেন।
অন্যদিকে, একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরীর সমর্থনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি দেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাঠে কাজ করছে বিএনপি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...