ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
পটুয়াখালীর কলাপাড়ায় দ্রুত বিস্তার লাভ করছে অনলাইন জুয়ার ব্যবসা। ইতোমধ্যে শত শত মানুষ এতে জড়িয়ে পড়েছে। এদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। গোপনে এ ব্যবসা পরিচালিত হওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে জুয়ার সাথে জড়িতরা।
তথ্য সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার সাথে বিভিন্ন পেশার মানুষ জড়িত হয়েছেন। এর মধ্যে রয়েছেন কোম্পানির বিক্রয় প্রতিনিধি, স্বর্ণ কারিগর, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এদের অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন।
সম্প্রতি পৌর শহরের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া এক কর্মচারী স্বীকার করেছেন, তিনি ধার-দেনা শোধ করতে স্বর্ণ চুরি করেন এবং অনলাইন জুয়ার সাথেও যুক্ত ছিলেন।
এ বিষয়ে কলাপাড়া স্বর্ণ শিল্প সমিতির সভাপতি অলোক কর্মকার বলেন, “স্বর্ণ কারিগরদের কেউ কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত—এমন কথা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।”
অন্যদিকে বিএনপি নেতা দেবাশীষ সিকদার কালা জানান, এলাকার অনেক সালিশে অনলাইন জুয়ার প্রসঙ্গ উঠে আসছে। এখনই প্রতিরোধ না করলে এটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নেবে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. রাশেল বলেন, “এখন পর্যন্ত অনলাইন জুয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। আবার জড়িতদের সনাক্ত করাটাও বেশ কষ্টসাধ্য। তবে সামাজিকভাবে সবাইকে খেয়াল রাখা উচিত।”
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে যুব সমাজ নেশা ও অপরাধের গভীর খাদে তলিয়ে যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...