Logo Logo

সড়ক খুঁড়ে উধাও ঠিকাদার : দুর্ভোগে নেত্রকোনার ২৫ গ্রামের মানুষ

কোটি টাকা বরাদ্দ, তবু শেষ হয়নি মদন-ফতেপুর সড়কের সংস্কার


Splash Image

ঠিকাদারের অবহেলায় বিপর্যস্ত নেত্রকোনার ২৫ গ্রাম

নেত্রকোনার মদন-ফতেপুর সড়কের সংস্কার কাজে চরম অনিয়ম। কোটি টাকা বরাদ্দ থাকলেও কাজ শেষ না করেই ঠিকাদার উধাও। ভোগান্তিতে ২৫ গ্রামের মানুষ।


বিজ্ঞাপন


নেত্রকোনার মদন-ফতেপুর সড়কের সংস্কার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনূস এন্ড ব্রাদার্স কাজ শুরু করলেও মাঝপথে তা ফেলে রেখে উধাও হয়ে গেছে। ফলে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়কটি আজও সংস্কার হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এ সড়ক মদন পৌরসদর, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের সঙ্গে যুক্ত। প্রতিদিন ২৫টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রায়ই। বিকল্প সড়ক না থাকায় স্থানীয়রা অতিরিক্ত ভাড়া দিয়ে কষ্টে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সড়ক সংস্কারকাজ শুরু হয়। ৩ কিলোমিটার অংশ সংস্কারের জন্য প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং জুনের শেষ নাগাদ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন হয়নি। মাত্র ১৫০ মিটার কাজ শেষ করার পরেই ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়।

এ প্রসঙ্গে সড়ক ব্যবহারকারী আব্দুল্লাহ ও আশরাফুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করে বলেন, “দুই বছর ধরে এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে আছে। কিছুটা কাজ শুরু হলেও শেষ হয়নি। বর্তমান অবস্থা এমন যে, গাড়ি তো দূরের কথা, হেঁটেও চলা কষ্টকর। আমরা দ্রুত সংস্কারকাজ শেষ করার দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি শামীম দাবি করেন, “পাথর সংকটসহ কিছু সমস্যার কারণে কাজ সাময়িক বন্ধ ছিল। আগামী সপ্তাহ থেকে আবার কাজ শুরু হবে।”

এদিকে মদন উপজেলা প্রকৌশলী এস এম শাহাদত হোসেন বলেন, “সড়কটির বর্তমান অবস্থা সত্যিই নাজুক। কাজ শুরু হলেও ঠিকাদার তা এগিয়ে নিচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...