সীমান্তে স্বর্ণ পাচার রোধে অভিযান, যশোরে যুবক আটক ( ছবি )
বিজ্ঞাপন
যশোরে ২২৫.৩১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ বাদশা শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাদশা শেখ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় বাদশা শেখকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২৫.৩১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩৪,৫৪,৪৫২ টাকা (চৌত্রিশ লাখ চুয়ান্ন হাজার চারশত বায়ান্ন টাকা)।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...