বিজ্ঞাপন
২০২৬ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়ের পর আর কোনোভাবে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, নিবন্ধনের সময়সীমা সর্বসাধারণকে জানানোর জন্য দেশের সব মোবাইল অপারেটরের মাধ্যমে বিনামূল্যে এসএমএস পাঠানোর ব্যবস্থা করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই শুরু হয়েছে এবং তা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এরপর আর নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে না।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল আগ্রহী মুসলমানদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...