Logo Logo

ডাকসুর গতিমুখ নির্ধারণ করবে ছাত্রীরা: উমামা ফাতেমা


Splash Image

ছবি: সংগৃহীত।।

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে মোট ভোটারের ৪৭ শতাংশ ছাত্রী। স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, মেয়েরাই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন। তবে তাঁদের ভোটকেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ।"


বিজ্ঞাপন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নারী ভোটারদের অংশগ্রহণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জনই ছাত্রী, যা মোট ভোটারের প্রায় ৪৭ শতাংশ। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, এই বিপুল সংখ্যক নারী ভোটারই ডাকসুর ফলাফলের ব্যবধান গড়ে দেবেন।

শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মেয়েরা সাধারণত যুক্তিসঙ্গত চিন্তাভাবনা নিয়ে স্বাধীনভাবে ভোট দিয়ে থাকেন। ফলে এবারের নির্বাচনে তাদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, “আমি মনে করি, মেয়েরাই এবার ডাকসুতে ব্যবধান গড়ে দেওয়ার বড় ফ্যাক্টর।”

তবে নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন উমামা ফাতেমা। তিনি জানান, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বাসায় চলে গেছেন, কেউবা পরীক্ষার প্রস্তুতির কারণে ছুটিতে আছেন। আবার অনেকেই ডাকসুকে শুধুই রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখেন, ফলে ভোট দিতে আগ্রহ পান না। পরিবার থেকেও অনেককে বাসায় চলে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি, মেয়েদের ভোটকেন্দ্রগুলো হলে থেকে দূরে হওয়ায় অংশগ্রহণ কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, যদি ছাত্রীরা সবাই ভোট দিতে আসেন, তাহলে ভোটার উপস্থিতি ৩৫ হাজারের বেশি হবে। এ জন্য তাঁর প্যানেল নারী ভোটারদের উৎসাহিত করছে। ইশতেহার প্রসঙ্গে উমামা ফাতেমা জানান, এমন কোনো প্রতিশ্রুতি তাঁরা দেননি যা বাস্তবায়ন করা যাবে না। বরং ৫ আগস্ট পরবর্তী সময়ের রাজনৈতিক সংস্কারের রূপরেখা তৈরিতে প্রশাসন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোকে নিয়ে একটি সামাজিক সংলাপ করার অঙ্গীকার করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...