বিজ্ঞাপন
শোভাযাত্রাটি নড়াইল সদর উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। স্থানীয়রা মাওলানা কায়সারের সাথে দেখা করতে পেরে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। শোভাযাত্রার শেষে তিনি স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন।
গোবরা, সিংগাশোলপুর ও রঘুনাথপুর বাজারে পথসভায় বক্তব্যে মাওলানা কায়সার বলেন, “আমাদের দলের ইতিহাস পরিষ্কার। ইতিপূর্বে আমাদের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা একটি টাকাও দুর্নীতি করেননি। আমরা যদি সংসদে যাই, তবে সেই দুই মন্ত্রীর আদর্শ অনুসরণ করেই একটি সৎ, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “জনগণ আমাদেরকে নির্বাচিত করলে আগামীর বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ ও সোনার বাংলাদেশ। আমরা উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।”
শুভসমাপ্তি হিসেবে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এমপি প্রার্থী তার নির্বাচনী বার্তা জনগণের সামনে তুলে ধরেন।
প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...