খিদিরপুর ইউপির প্রশাসকের দায়িত্বে এএসিল্যান্ড মো. সজিব মিয়া
বিজ্ঞাপন
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
বুধবার (১০ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণের পর তিনি ইউনিয়নের ইউপি সদস্য, সচিব, গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা এলাকার নানা সমস্যা তুলে ধরেন। সহকারী কমিশনার (ভূমি) মনোযোগ সহকারে সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। এজন্য সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
পরবর্তীতে তিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. তাজুল ইসলাম বাদল, মর্নিং পোস্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. হিমেল মিয়া এবং সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...