Logo Logo

ফরিদপুরের প্রকল্প কর্মকর্তার ‘সম্পদের পাহাড়’ : ১২ বছরে ডুপ্লেক্স বাড়ি, অঢেল সম্পদ


Splash Image

ফরিদপুর সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা প্রণব পাণ্ডে মাত্র ১২ বছরের চাকরিজীবনে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


স্থানীয়দের দাবি, প্রণব পাণ্ডে এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। সূত্র অনুযায়ী, সাধারণ মানুষের পায়ে হেঁটে পৌঁছানো প্রায় অসম্ভব হলেও টাকার জোরে সেখানে ইট, বালি ও সিমেন্ট পৌঁছে গেছে।

প্রণব পাণ্ডে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ভরমপাল্টা গ্রামের মোহন বাঁশি পাণ্ডের ছেলে। অতীতে তিনি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় দায়িত্ব পালনকালে নাম-বেনামে সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, বর্ষাকালে তার বাড়িতে সরাসরি পৌঁছানো যায় না। দূর থেকে তার পিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের জানান, “মোবাইল নাম্বার রেখে যান, পরে কথা হবে।”

সরকারি চাকরিজীবী কর্তৃক অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি দমন আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য। বাংলাদেশ দণ্ডবিধি ধারা ১৬১, ১৬৫ ও ১৬৫(ক) অনুযায়ী ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জন দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসেবে জেল, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

স্থানীয়রা বিষয়টির সঠিক তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রতিবেদক- মামুনুর রহমান শিকদার জুয়েল, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...