বিজ্ঞাপন
এ সময় শিবির নেতারা শহিদ আসিবের পরিবারের খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। তাঁরা বলেন, শহিদ আসিবের ত্যাগ ও আদর্শ ছাত্রসমাজকে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। পরিবারের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের সাহস জোগানো প্রতিটি কর্মীর দায়িত্ব বলেও উল্লেখ করেন নেতারা।
মতবিনিময়ে উপস্থিত নেতৃবৃন্দ শহিদ আসিবের স্মৃতিচারণ করে বলেন, তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আহসান ইমরোজ হাবিব, ভিপি, শহিদ জহরুল হক হল; মোঃ রেজায়ান হুসাইন, ঢাকা কলেজ; মোঃ সাইফুল ইসলাম রনি, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ; মোঃ নাহিদ হাসান, সহ-সমন্বয়ক, শিহাব জামিল শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোঃ মাসুম বিল্লাহসহ আরও অনেকে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...