বিজ্ঞাপন
ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর নিহতের ছেলে রেদেয়ানুল হককে তজুমদ্দিন উপজেলা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুল হক এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে এসপি জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে— হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় নিহতের ছেলে রেদেয়ানুল হক। বাবার কড়া শাসন মেনে নিতে না পেরে ক্ষোভ থেকেই সে হত্যার সিদ্ধান্ত নেয়। এ জন্য ইউটিউব থেকে বিভিন্ন ক্রাইম মুভি দেখে খুনের কৌশল শিখে নেয়।
তিনি আরও জানান, দুই মাস আগে থেকেই হত্যার পরিকল্পনা করে রেদেয়ানুল। এ সময় হত্যার জন্য প্রয়োজনীয় ছুরি, টি-শার্ট, কেপ ও হাতঘড়ি সংগ্রহ করে। একবার আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বাবাকে খুনের পথ বেছে নেয় সে।
গত ৬ সেপ্টেম্বর রাতে সুযোগ বুঝে নিজ ঘরে একা থাকা অবস্থায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে রেদেয়ানুল। তবে এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
প্রতিনিধি- রিয়াজ উদ্দিন, ভোলা
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...