Logo Logo

শহীদ পরিবারের বরাদ্দ অর্থ এক বছরেও হস্তান্তর হয়নি: শিবির সেক্রেটারি জেনারেল


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, জুলাইয়ের শহীদ পরিবারের জন্য বরাদ্দ অর্থ এক বছর পার হলেও হস্তান্তর হয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জুলাই স্মরণে আয়োজিত আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাদ্দাম বলেন, শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ করে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুত বরাদ্দের অর্থ তারা এখনো পাননি, যদিও বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি সরকারের প্রতি দ্রুত অর্থ হস্তান্তরের আহ্বান জানান।

তার বক্তব্যে তিনি আরও বলেন, জুলাইয়ের পর দেশের মানুষ বাকস্বাধীনতা ও আন্দোলনের স্বাধীনতা ফিরে পেয়েছে। গত এক বছরে মানুষ যেসব দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তার কিছু মেনে নেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে বল প্রয়োগও হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার যথাযথ যাচাই-বাছাই করে সব দাবি মেনে নেবে। জুলাইয়ের চেতনা ধরে রাখতে ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শুধু মুখের বুলি নয়, বরং জুলাই শহীদদের স্বীকৃতি ও জুলাই সনদ আইনের মর্যাদা দিয়ে পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে শিবির সেক্রেটারি জেনারেল বলেন, স্বাধীনতার পর থেকে দেশে যত নির্বাচন হয়েছে, প্রায় প্রতিবারই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তাই এবার স্থায়ী সমাধান জরুরি। এজন্য জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া এবং জনগণের কণ্ঠস্বর সংসদে পৌঁছাতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি জানান তিনি। এছাড়া, জুলাইকে নিয়ে মুক্তিযুদ্ধের মতো নতুন কোনো ষড়যন্ত্র যেন তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গবেষণা কার্যক্রম শুরু হয়েছে, যেখানে দেশ-বিদেশের গবেষকরা প্রবন্ধ জমা দিয়েছেন এবং তা আন্তর্জাতিক জার্নালে প্রকাশের প্রস্তুতি চলছে।

মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার দাবি, একাত্তরের শহীদের সঠিক তথ্য আজও নেই, ফলে আন্তর্জাতিকভাবে জেনোসাইডের স্বীকৃতি পাওয়া সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধার্থে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করেছে এবং প্রকৃত তথ্য বিকৃত করেছে। অন্যদিকে জুলাইয়ের শহীদদের তথ্য নিয়ে বিভ্রান্তি রোধে ছাত্রশিবির ইংরেজি, আরবি ও বাংলায় তালিকা তৈরি করে ওয়েব ভার্সনে প্রকাশ করেছে বলে জানান সাদ্দাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...