বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮ টার দিকে রাকিব বাজারে আসলে হঠাৎ করে ৩-৪ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী তার উপর আক্রমন করে। এ সময় তারা রাকিবকে উপর্যুপরি চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। রাকিব আর্তনাদ করলেও এগিয়ে আসে নি কেউ। গুরুতর জখম করে রাকিবকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর রাকিবকে স্থানীয় জনগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও রাকিবকে দ্রুত ঢাকা নিবার পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! ঢাকা যাবার পথেই অতিরিক্ত রক্ত ক্ষরনে মারা যায় রাকিব।
এটি নিয়ে শিবচর বাজারের ব্যবসায়ীগন উদ্বিগ্ন। তারা এর আগে এমন ঘটনা দেখেন নি বলে জানান। তারা দোষীর দ্রুত গ্রেফতার এর দাবী জানান।
উল্লেখ্য, কিছু দিন আগে পারিবারিক বিষয় নিয়ে রাকিব মাদবর এর পরিবারের সাথে এক প্রতিবেশির কথা কাটাকাটি হয়। এই বিষয়ে একটি হত্যা মামলার আসামী রাকিব। গত এক সপ্তাহ আগে জামিন পায় রাকিব। রাকিবের বাবার নাম নাসির মাদবর। তাদের বাড়ি যাদুয়ারচরের পুর্ব কাকইর।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে এবং জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...