Logo Logo

মিথ্যা ধ্বংসের কারণ, সত্য মুক্তির পথ—জুমার খুতবা


Splash Image

ছবি- সংগৃহীত

বাইতুল্লাহ শরীফে জুমার খুতবায় ইমাম ড. মাহের বিন হামদ আল মুআইকিলি বলেন, সত্য মুমিনের পরিচয়, যা মুক্তি দেয়; আর মিথ্যা ধ্বংস ডেকে আনে।


বিজ্ঞাপন


বাইতুল্লাহ শরীফে প্রদত্ত জুমার খুতবায় (২০-০৩-১৪৪৭ হিজরি, মোতাবেক ১২-০৯-২০২৫ খ্রিস্টাব্দ) শায়খ ড. মাহের বিন হামদ আল মুআইকিলি বলেছেন, সত্য একজন মুমিনের মূল বৈশিষ্ট্য, যা মুক্তি দেয়; আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

তিনি বলেন, যে আল্লাহকে ভয় করে, তার চিন্তা-ভাবনা হয় আখিরাতমুখী। আল্লাহ তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন। কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সত্যবাদিতা মুমিনের পরিচয় আর মিথ্যা হলো ধ্বংসের কারণ।

খুতবায় হযরত কাব ইবনে মালিক (রা.)-এর ঘটনা বর্ণনা করা হয়। তিনি সত্য কথা বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পান এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করেন। ইমাম বলেন, এ থেকেই প্রমাণিত হয় সত্য মানুষকে রক্ষা করে, আর মিথ্যা মানুষকে আল্লাহর শাস্তির মুখে ঠেলে দেয়।

আল কুরআন ও হাদিসে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে—মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং তা জাহান্নামের পথ খুলে দেয়। অন্যদিকে সত্য নেক আমলের পথ প্রদর্শন করে এবং জান্নাতের দিকে পরিচালিত করে।

ড. মুআইকিলি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় সত্যের ওপর অটল ছিলেন, এমনকি রসিকতা বা শিশুদের সঙ্গেও মিথ্যা বলতেন না। তিনি সতর্ক করেছেন, যারা হাস্যরসের জন্যও মিথ্যা বলে, তাদের জন্য ধ্বংস রয়েছে।

খুতবায় আরও বলা হয়, মিথ্যার সবচেয়ে ভয়াবহ রূপ হলো আল্লাহ ও তাঁর রাসূলের নামে মিথ্যা আরোপ। এ ধরনের অপরাধীর জন্য পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ হবে।

শেষে তিনি মুসলিম উম্মাহকে আহ্বান জানান, যেন সবাই সত্যকে আঁকড়ে ধরে জীবনযাপন করে এবং মিথ্যা থেকে দূরে থাকে। কিয়ামতের দিন সত্যবাদীরাই রক্ষা পাবে, আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...