Logo Logo
ক্যাম্পাস

ইবিতে পরিক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ


ভোরের বাণী

Splash Image

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহারিয়ার হিমেলকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষারত অবস্থায় টিএসসিসি থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে থানায় সোপর্দ করে।

আটক শাহরিয়ার হিমেল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, শাহারিয়ার আন্দোলনের সময় ফেসবুকে বিভিন্ন সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক থাকাকালীনও বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

আটক শাহরিয়ার হিমেল বলেন, আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে গ্রাফিতি করেছিলাম। এরপরও আমার সঙ্গে এমনটা করা হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছি। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ