Logo Logo

টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়


Splash Image

ছবি : সংগৃহীত।

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি (ন্যাশনাল কনফেডারেশন পার্টি) নেতাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম এবং এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও সঙ্কট তুলে ধরা হয়। বিশেষভাবে আলোচনা করা হয় বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা নিয়ে। এনসিপি নেতারা বলেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।

এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। এ বিষয়ে রাষ্ট্রদূত জানান, এই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গে আলোচনায় উঠে আসে কিভাবে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে আনা যায় এবং এই সম্ভাবনা কাজে রূপান্তরিত করার করণীয়। এছাড়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিরা কিভাবে সহজে ব্যবসা করতে পারেন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভার শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং দূতাবাসের কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...