Logo Logo

পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি

রাজধানীতে উত্তপ্ত রাজপথ: জামায়াতসহ ৭ দলের একসাথে বিক্ষোভ আজ


Splash Image

বায়তুল মোকাররম ও প্রেসক্লাব এলাকায় সমাবেশ-মিছিল

আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।


বিজ্ঞাপন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। এ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা ও জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

জামায়াতে ইসলামী বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ করবে। এতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন। এরপর বিক্ষোভ মিছিল বের করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণ থেকে মিছিল বের করবে। এতে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিস আসর নামাজের পর মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ করবে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন আমির মাওলানা মামুনুল হক।

খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে। এতে মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই সময়ে একই স্থানে বাংলাদেশ খেলাফত আন্দোলনও মিছিল করবে।

বিকেল ৪টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করবে। অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে মিছিল করবে।

এই কর্মসূচিগুলোকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতির দাবিকে সামনে রেখে এসব দল তাদের অবস্থান শক্ত করতে চাইছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...