Logo Logo

সাতক্ষীরায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সংবর্ধনা


Splash Image

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন। বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, গোটা বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর উপপরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ অনেকে।

শৈশবের কথা স্মরণ করে প্রান্তি জানান, ছোটবেলায় ফুটবল খেলাকে অনেকে মেয়েদের জন্য ‘অস্বাভাবিক’ মনে করতেন। কিন্তু সব প্রতিবন্ধকতা জয় করেই আজ তিনি জাতীয় দলের অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল দল একের পর এক সাফল্যের গল্প লিখছে। প্রান্তির স্বপ্ন—বাংলাদেশ নারী ফুটবল দলকে এশিয়ার শীর্ষ সারিতে নিয়ে যাওয়া।

গ্রামের কিশোরীদের ফুটবলের সঙ্গে যুক্ত করে নতুন প্রতিভা গড়ে তোলার আহ্বান জানিয়ে আফঈদা প্রান্তি বলেন, “আমি চাই আমার মতো আরও শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর স্বাধীনতারও নাম।”

এ সময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...