Logo Logo

কলারোয়া সীমান্তে পলিথিন ব্যাগে মিললো ৩০ হাজার ডলার


Splash Image

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পলিথিন ব্যাগে রাখা ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি বিশেষ অভিযানে এ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি আগে থেকেই জানতে পারে যে, ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে একটি বিশেষ দল কৌশলে সেখানে অবস্থান নেয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, পাচারচেষ্টা রোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা শুল্ক আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...