Logo Logo

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর


Splash Image

ছবি : সংগৃহীত।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন।


বিজ্ঞাপন


রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে আগামীকাল সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে ডাঃ সাজ্জাদ হোসেনও থাকবেন। আমরা দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা কামনা করছি।”

এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

গণঅধিকার পরিষদ ও নুরের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সেরে ওঠার জন্য দোয়া কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...