Logo Logo

আওয়ামী লীগ আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে : জি এম কাদের


Splash Image

জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান জি এম কাদের।

গত কয়েক মাস ধরে দল ও ব্যক্তিকে ঘিরে জাতীয় রাজনীতিতে উত্তাপ থাকলেও নীরব ছিলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের। অবশেষে তিনি মুখ খুলে জানান, দীর্ঘ দেড় দশক আওয়ামী লীগের সঙ্গে–পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করার যে গুঞ্জন চলছে, সেটি সরাসরি অস্বীকার না করলেও তিনি মনে করেন—আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট লাঙ্গলে পড়বে, এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।


বিজ্ঞাপন


ঢাকায় এক আলোচনা সভায় জি এম কাদের বলেন, “আওয়ামী লীগের যারা ভোটার, তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন?”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে। আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ-সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে বিএনপিকেও ভোট দিতে পারে। তবে জামায়াতকে ভোট দেবে না।”

জি এম কাদেরের মতে, আগামী নির্বাচন সবার অংশগ্রহণে হলে তা বেশি গ্রহণযোগ্য হবে। “জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না। তবে এটা এখন বললেই আমাকে দেশদ্রোহী বলা হবে,” বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিএনপিকে কোনঠাসা করে জামায়াতকে সামনে আনার অভিযোগের প্রসঙ্গ টেনে জি এম কাদের দাবি করেন, আগামী নির্বাচন কোনো অন্তর্বর্তী নয়, নতুন সরকারের অধীনে হতে হবে।

সম্প্রতি দলীয় ভাঙনের পরও জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন জি এম কাদের। তাঁর ভাষায়, “দলকে নিয়ে যে ভাঙনের কথা বলা হচ্ছে, সেটি আমাদের দুর্বল করেনি; বরং সংগঠনকে আরও দৃঢ় করেছে।”

তথ্যসূত্র: চ্যানেল-24

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...