জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান জি এম কাদের।
বিজ্ঞাপন
ঢাকায় এক আলোচনা সভায় জি এম কাদের বলেন, “আওয়ামী লীগের যারা ভোটার, তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন?”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে। আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ-সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে বিএনপিকেও ভোট দিতে পারে। তবে জামায়াতকে ভোট দেবে না।”
জি এম কাদেরের মতে, আগামী নির্বাচন সবার অংশগ্রহণে হলে তা বেশি গ্রহণযোগ্য হবে। “জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না। তবে এটা এখন বললেই আমাকে দেশদ্রোহী বলা হবে,” বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিএনপিকে কোনঠাসা করে জামায়াতকে সামনে আনার অভিযোগের প্রসঙ্গ টেনে জি এম কাদের দাবি করেন, আগামী নির্বাচন কোনো অন্তর্বর্তী নয়, নতুন সরকারের অধীনে হতে হবে।
সম্প্রতি দলীয় ভাঙনের পরও জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন জি এম কাদের। তাঁর ভাষায়, “দলকে নিয়ে যে ভাঙনের কথা বলা হচ্ছে, সেটি আমাদের দুর্বল করেনি; বরং সংগঠনকে আরও দৃঢ় করেছে।”
তথ্যসূত্র: চ্যানেল-24
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...