Logo Logo

শর্ত- দিনে ২০০০ পর্যটক, ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন নিষিদ্ধ

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন


Splash Image

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। চলতি পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে পরিবেশ রক্ষা ও দ্বীপের নাজুক ভারসাম্য বজায় রাখতে এবার প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশের অনুমতি পাবেন। পাশাপাশি মৌসুমের প্রথম দুই মাস দ্বীপে রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, পর্যটক নিয়ন্ত্রণে বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে।

শেখ বশিরউদ্দীন বলেন, “চার মাসের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে। প্রথম দুই মাস রাত্রিযাপন করা যাবে না। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নির্দিষ্ট নিয়ম মেনে পর্যটকরা দ্বীপে রাত কাটাতে পারবেন।”

এর আগে সেন্টমার্টিনে পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে একটি যৌথ কমিটি গঠিত হয়। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপে যেতে হলে পর্যটকদের অবশ্যই পূর্বনিবন্ধনসহ বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার আরও স্পষ্ট করেছে যে, ঘোষিত চার মাসের বাইরে বাকি নয় মাস দ্বীপে কোনো ধরনের পর্যটন কার্যক্রম চালানো যাবে না।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সেন্টমার্টিনের নাজুক জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থা দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...