Logo Logo

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে। অনেক রক্তের বিনিময়ে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কোন দলের ক্ষমতায় যাওয়ার লোভ-লালসায় জুলাই বিপ্লবের স্বাধীনতা নষ্ট করা যাবে না।


বিজ্ঞাপন


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর শহরের শহীদ মিনার চত্বর থেকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণদাবীতে জামায়াতে ইসলামীর জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশে জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তাফাজ্জল হোসাইন ফরিদ আরও বলেন, ৩০ থেকে ৩৫ পার্সেন্ট মানুষের ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধিত্ব করার কোন সুযোগ নেই। একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন হলে শতভাগ মানুষের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সকলের মতামত দেয়ার স্বাধীনতা থাকবে। কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে ‌লুটপাট দুর্নীতি বন্ধ হবে। আর কোন স্বৈরাচার তৈরি হবে না।

জামায়াত নেতা প্রধান অতিথি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। স্বৈরাচারের দোষর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। ৩১টি দলের মধ্যে ২৭টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, সুতরাং আমরাও এ দাবি জানাচ্ছি। এ দেশের ৭১ পার্সেন্ট মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।

সরকারকে আহবান করে তিনি আরও বলেন, গণভোটের আয়োজন করুন, জনগণ যদি গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন দিতে হবে তা না হলে জামায়াত এই দাবি থেকে সরে দাড়াবে। জামায়াতে ইসলামী যে ৫ দফা দাবি জানিয়েছে এই দাবি গুলো বাস্তবায়ন করতেই হবে। অচিরেই এই দাবি গুলো বাস্তবায়ন করে দেশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসহাক আলী খান ও সেক্রেটারি আল আমিন হোসেন প্রমুখ। এসময় জামায়াতসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...