Logo Logo

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে


Splash Image

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। বিষয়টি শনিবার বিকালে নিশ্চিত করেছেন তিনি নিজেই।


বিজ্ঞাপন


সোহেল তাজ জানিয়েছেন, “এ বিষয়গুলো সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিস্তারিত তথ্য আগামীকাল (রবিবার) জানা যাবে। এরপরই আমি গণমাধ্যমকে সঠিক তথ্য জানাতে পারব।”

তিনি আরও বলেছেন, “আমি নিয়মিত বিদেশ যাত্রা করি। গত ২০ বছরে অন্তত দুই-তিনবার বিদেশে গিয়েছি। এ বছর জুন এবং এপ্রিলেও বিদেশ গিয়েছি।”

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতের দিকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল সোহেল তাজের। তবে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় মঙ্গলবার বা বুধবারের দিকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তার পরিবার। বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মাহজাবিন আহমদ মিমি, সোহেল তাজের বোন ও তাজউদ্দীন আহমদের কন্যা। তিনি বলেন, “সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য আমি জানি না, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করুন।”

সোহেল তাজ ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে পুনরায় নির্বাচিত হন এবং ২০০৯ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সেই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণে’ তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...