বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা এবং অন্যান্য কর্মকর্তারা।
এনসিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ, তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন পর্যবেক্ষণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এনসিপি নেতৃবৃন্দ প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মত বিনিময় করেন।
বৈঠক শেষে পক্ষগুলোর পক্ষ থেকে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করা হয়নি। তবে এনসিপি নেতারা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং গণতান্ত্রিক মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...