Logo Logo

বরিশালে কৃষক হত্যা মামলায় বিএনপি নেতা সহ গ্রেফতার ৩


Splash Image

বাকেরগঞ্জের কবাই ইউনিয়নে তরমুজ চাষের জমি লিজ দেওয়া কে কেন্দ্র করে সোহেল(৩৫) নামে এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় ওয়ার্ড বিএনপির নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) আবুল কালাম আজাদ জানান, কৃষক সোহেল নিহত হওয়ার ঘটনায় তার মা নিলুফা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এবং থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ১২ ঘন্টার মধ্যে ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন কবাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন হাওলাদার এবং তার ভাই মোঃ শামীম হাওলাদার, ও শওকত খান নামে একজন।

গ্রেফতারকৃত আসামী ৩ (তিন)জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে পরিকল্পিতভাবে সোহেল খানকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির সামনে মসজিদের পাশে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এবং পরে ডাকাত সাজানোর নাটক সৃষ্টি করা হয়।৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...