Logo Logo

সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, বিয়ে করতে গিয়ে ধরা যুবক


Splash Image

ফেনীতে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়লেন ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৩৮)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকায় বিয়ে করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, পিন্টু দীর্ঘদিন ধরে নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং প্রতারণার মাধ্যমে গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তিন সেট পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পিন্টু ফেনীর পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে। গত তিন মাস ধরে তিনি তেরোবাড়িয়ার নাছরিন আক্তার রিতুকে বিয়ের প্রলোভন দেখাচ্ছিলেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পর রিতুর পরিবারের সন্দেহ হলে তারা বিষয়টি বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামকে অবহিত করেন। পরে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে অভিযান চালিয়ে পিন্টুকে আটক করে।

এ ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, রোববার তাকে আদালতে হাজির করা হবে।

রাজনৈতিক ও সামাজিক মহল বলছে, সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মতো ঘটনা নতুন নয়। সম্প্রতি সারা দেশে ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...