Logo Logo

ভারতে যাওয়ার পথে দর্শনা সীমান্তে গ্রেফতার জেলা আ.লীগ নেতা হিটলার


Splash Image

ভারতে প্রবেশের আগমুহূর্তে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দর থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম মুনির হিটলারকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দর্শনা চেকপোস্টে তার পাসপোর্ট যাচাইয়ের সময় মামলার তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটককৃত এস এম মুনির হিটলার গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়া এলাকার মরহুম জহুরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এই সুবাদেই তিনি জেলা আওয়ামী লীগের সদস্যপদ লাভ করেন বলে জানা যায়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য এস এম মুনির দর্শনা চেকপোস্টে আসেন। তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই করার সময় ইমিগ্রেশন সার্ভারে গোপালগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন থাকার তথ্য উঠে আসে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ গণমাধ্যমকে জানান, "গোপালগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি মামলার ভিত্তিতে এস এম মুনিরকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এদিকে, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এস এম মুনির হিটলারের পরিবার দাবি করেছে, তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি কর্মসূচিতে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবী নেতাদের মধ্যে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে বলে দাবি তাদের। পুলিশ জানিয়েছে, প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...