Logo Logo

আশ্বিনের বৃষ্টিতে ক্ষতির মুখে নীলফামারীর কৃষকেরা


Splash Image

উত্তরের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে আশ্বিনের টানা বৃষ্টিপাত আগাম জাতের আমন ধান ও আলু চাষের ক্ষেত্রে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করছে। মঙ্গলবার রাত থেকে হালকা বৃষ্টি শুরু হলেও বুধবার টানা বৃষ্টিতে চাষাবাদের জন্য প্রস্তুত করা জমিতে পানি জমে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


সদরের রামনগর ইউনিয়নের আলু চাষি সহিদুল ইসলাম দৈনিক ভোরের বাণীকে জানান, “আগাম আলু চাষের জন্য জমিতে সার ও কীটনাশক দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। এখন ফসলের কি হবে, সেটা ভাবছি।” একই এলাকার সোলায়মান মিয়াও আগাম আমন ধান কেটে জমিতে রেখে বিপাকে পড়েছেন।

জেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আলু রোপণ করা হলেও কৃষকেরা আশঙ্কা করছেন, বৃষ্টিপাতের ফলে চাষাবাদের ব্যাপক ক্ষতি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নীলফামারীসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...