বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিবচর উপজেলার ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামাল জামান নুর উদ্দিন মোল্লা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য শাজাহান মোল্লা সাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সেলিম, শহিদুল ইসলাম শহীদ চেয়ারম্যান, ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সভার সভাপতিত্ব করেন নবগঠিত থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান কমিশনার।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন,
এই দেশের মানুষ কোনো ফ্যাসিস্ট সরকার প্রধানকে আর মেনে নেবে না। শেখ হাসিনার শাসনে যারা শিবচরে প্রতিনিধিত্ব করতেন, স্বৈরাচারী শাসনের পতনের পর তারা সবাই পলাতক। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কেউ আর বাংলাদেশে ফিরতে পারবে না। দীর্ঘদিনের অপকর্ম ও দুর্নীতির কারণে জনগণ তাদের ক্ষমা করবে না।
সভায় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় শিবচরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারের অব্যাহত দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...