বিজ্ঞাপন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় ফেসবুকে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সোহাগ হোসেন (২৬) নামে এক যুবককে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সোহাগ উপজেলার পুষ্পকাটি গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে ‘সালাউদ্দিন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আল্লাহ, ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন সম্পর্কে কটূক্তিমূলক একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে সোহাগ নিজেও ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণের ইঙ্গিত দেন। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।
বিকেলে বিক্ষুব্ধ মুসল্লিরা সোহাগের বাড়িতে গিয়ে পোস্টের বিষয়ে জানতে চান। সে সময় সোহাগ পোস্টের সত্যতা অস্বীকার না করে উল্টো তাদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে ও জুতার মালা পরিয়ে দেয়।
খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সোহাগকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন,
“সোহাগের মানসিক সমস্যা রয়েছে বলে পূর্বে জানা গিয়েছিল। ফেসবুক পোস্টের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সবাইকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...