Logo Logo

হাটহাজারী বড় মাদ্রাসার মাঠে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক


Splash Image

চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার মাঠ থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের পুলিশে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস নামে খ্যাত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মাঠ থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা।

আটককৃতরা হলেন — মো. রাতুল ইসলাম (১৬) ও মো. সালাম (২১)।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. রাতুল ইসলাম হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গীপাড়া এলাকার শহিদুল হক সওদাগর বাড়ির রফিক মিয়ার ছেলে এবং মো. সালাম পৌরসভার ৪নং ওয়ার্ড আলীপুর মুন্সির বাড়ির আবুল কাশেমের পুত্র।

মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সালাম ও রাতুল হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মাঠে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এবং কারও ওপর হামলার উদ্দেশ্যে অপেক্ষায় ছিল বলে ধারণা করা হয়। এসময় শিক্ষার্থীরা তাদের আটক করে স্থানীয় থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হেফাজতে নেয়।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...