Logo Logo

শ্রীপুরে নকল প্রসাধনী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা, ২০ লাখ টাকার পণ্য ধ্বংস করেছে র‍্যাব


Splash Image

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ২০ লাখ টাকার নকল পণ্য ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ও শাহ মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল মাওনা চৌরাস্তায় মেসার্স সততা এন্টারপ্রাইজ ও মেসার্স বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল এবং বিএসটিআইয়ের কর্মকর্তা (সিএম) অর্ণব চক্রবর্তী ও ফাহাদ আহমেদ।

অভিযানে মেসার্স সততা এন্টারপ্রাইজকে তিন লাখ টাকা এবং মেসার্স বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুটি গুদাম থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

অভিযান চলাকালে উত্তেজিত ব্যবসায়ীরা র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

র‌্যাব সূত্রে জানা গেছে, জব্দ করা বেশিরভাগ প্রসাধনীই নকল এবং অনেক পণ্যের ওপর আমদানিকারক বা উৎপাদনকারীর কোনো তথ্য ছিল না। এছাড়াও কিছু পণ্য ছিল ড্রাগ জাতীয়, যা অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব পণ্যের অনেকগুলোই মানবদেহের জন্য ক্ষতিকর।

গাজীপুর র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল বলেন, জনগণ সচেতন হলেই এ ধরনের নকল প্রসাধনীর ব্যবসা বন্ধ করা সম্ভব।

পরে বিকেলে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ও বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।

প্রতিনিধি- মোঃ আল-আমীন, গাজীপুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...