বিজ্ঞাপন
বাকেরগঞ্জে “সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদভিত্তিক শিক্ষার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় এফসিএ মাহমুদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এফসিএ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ধানমন্ডি সোবাহান বাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ, বিশেষ আলোচক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ৮৫০ জনেরও বেশি ইমামের উপস্থিতিতে আলোচনা সভাটি ইমাম সম্মেলনে পরিণত হয়।
বক্তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত, যার পুরো স্থানকে হারাম আল শরীফ বলা হয়। ইসলামী বর্ণনা অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসে এখান থেকে ঊর্ধ্বাকাশে যাত্রা করেন। তাই আল-আকসাসহ বিশ্বের সকল মসজিদের সম্মান ও মর্যাদা রক্ষায় ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
প্রধান আলোচক মুফতি ওয়ালি উল্লাহ বলেন, সমাজকে খারাপ কাজ থেকে দূরে রেখে সৎ পথে আনতে হলে ইসলামের নির্দেশনা মেনে চলতে হবে। এই দায়িত্বে ইমামদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাঁচ ওয়াক্ত নামাজে ইমামদের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের যোগাযোগ হয়। তাই ইমামরা যদি সমাজের কল্যাণে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবে সমাজ পরিবর্তনে সময় লাগবে না।
বিশেষ আলোচক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী বলেন, আলেমদের মধ্যে বিভেদ না রেখে ইসলামের একতাবদ্ধ দিক নির্দেশনা অনুযায়ী সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নবীজির প্রতি ভালোবাসা ও আনুগত্য রেখে সমাজ বিনির্মাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি প্রত্যেক মসজিদে পুনরায় মসজিদভিত্তিক মক্তব চালুর আহ্বান জানান।
বাকেরগঞ্জে এটাই প্রথমবারের মতো এত বড় পরিসরে ইমামদের নিয়ে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং নৈতিক সমাজ গঠনের আহ্বান জানান।
-বরিশাল প্রতিনিধি, জাহিদুল ইসলাম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...