Logo Logo

পাতানো নির্বাচন হতে দেওয়া যাবে না : জিএম কাদের


Splash Image

ছবি : সংগৃহীত।

পাতানো নির্বাচন হতে দেওয়া যাবে না, প্রয়োজনে জনগণকে পথে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ বাতিলের পর থেকে ২৩ অক্টোবরকে ‘উপজেলা দিবস’ হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।

জিএম কাদের বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়। তাদের নিজস্ব দল রয়েছে, যারা সর্বোচ্চ সুবিধা ভোগ করছে। তাদের পরামর্শেই সরকার চলছে। এখন একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। এর থেকে উদ্ধার পেতে হবে। যত দেরি হবে, ততই দেশের ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না।”

তিনি আরও বলেন, “যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হয়েছিল, বর্তমানে তার চেয়েও ভয়াবহ নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না। অপরাধ করলে বিচার হবে, শাস্তি হবে—কিন্তু দলীয় প্রতিহিংসা নয়।”

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করে বলেন, “দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। যদি অশান্তির কোনো নোবেল থাকত, তাহলে এই সরকারেরই পাওয়া উচিত ছিল। দেশের আইনশৃঙ্খলা কখনও এত খারাপ ছিল না। এখন প্রতি মাসে মানুষ খুন হচ্ছে, মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে, কোনো বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে, কেউ কেউ বলছেন—দুর্ভিক্ষ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে লম্বা লাইনই তার প্রমাণ।”

এরশাদের উদাহরণ টেনে জিএম কাদের বলেন, “এরশাদ ছিলেন দূরদর্শী নেতা। তিনি উপনিবেশিক শাসনব্যবস্থা ভেঙে উপজেলা শাসনব্যবস্থা চালু করেছিলেন, যার প্রধান ছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু কায়েমি স্বার্থ রক্ষায় সেই উপজেলা পরিষদ বাতিল করা হয়। বর্তমানে যা রয়েছে তা নামকাওয়াস্তে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে পূর্ণাঙ্গ উপজেলা শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তন করবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...