Logo Logo

গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে


Splash Image

ফেনীর দাগনভূঞায় গরু চুরির মামলায় মো. আলাউদ্দিন (৪০) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দাগনভূঞা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।


বিজ্ঞাপন


নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বুধবার (২২ অক্টোবর) ভোরে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ফেনী ও পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় গরু চুরির সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও তিনি নোয়াখালীতে চোরাই গরুসহ হাতেনাতে গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি দাগনভূঞার বিভিন্ন স্থানে কয়েকটি গরু চুরির ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে।

-মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...