Logo Logo

বন্ধ হয়ে যাওয়া নৌপথ সচলের দাবিতে ‘তিতাস থেকে বুড়িগঙ্গা’ যাত্রা


Splash Image

প্রতীকী ছবি

সারাদেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধার ও সচলের দাবিতে নদীপথে প্রতীকী যাত্রা শুরু করছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’।


বিজ্ঞাপন


শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর আনন্দবাজার ঘাট থেকে ঢাকার বুড়িগঙ্গা নদীর উদ্দেশে যাত্রা শুরু করবে 'তরী বাংলাদেশ'। পরে বিকেল ৪টায় সদরঘাটে বিআইডব্লিউটিএ'র নতুন টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় ‘নদী–সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা’ করবে সংগঠনটি। এতে পরিবেশ আন্দোলনের কর্মী, গবেষক, নৌপরিবহন বিশেষজ্ঞ, সরকারি সংস্থার প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেবেন।

পরদিন শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় বুড়িগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী অভিমুখে ফেরার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, নৌপথ দখল, দূষণ ও নাব্যতা সংকটে বিপন্ন নদীগুলোর অস্তিত্ব রক্ষার দাবিতে এই প্রতীকী যাত্রা আয়োজন করা হয়েছে।

‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “বাংলাদেশের নদীগুলো আজ চরম অস্তিত্ব সংকটে। একসময় ২৪ হাজার কিলোমিটারের বেশি নদীপথ নৌচলাচলের উপযোগী ছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ছয় হাজার কিলোমিটারের নিচে। দখল, দূষণ, ভরাট ও প্রবাহ সংকটে নদীগুলোর স্বাভাবিক জীবনধারা ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, “নদী বাঁচাতে রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি। অবৈধ দখলদার উচ্ছেদ, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ ও নদীর নাব্যতা ফিরিয়ে আনা ছাড়া নদীর প্রাণ ফেরানো সম্ভব নয়।”

‘তরী বাংলাদেশ’ মনে করে, নৌপথ সচল হলে সড়কপথের চাপ কমবে, পরিবেশ রক্ষা পাবে এবং দেশের অর্থনীতি লাভবান হবে।

প্রতিনিধি -মোঃ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...