বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে নড়াইলের বরাশুলা ক্যাডেট ফাজিল মাদ্রাসা, রতডাংগা মাধ্যমিক বিদ্যালয়, গোবরা পার্বতী বিদ্যাপীঠ, শাহবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসা, গোবরা মিত্র কলেজ, হাবিবুল আলম বীরপ্রতিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ জেলার প্রায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়েছে।
নড়াইল জেলার আন্দোলন সমন্বয়ক ও শিক্ষক নেতা মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা শতকরা ২০ ভাগ বাড়ি ভাতা সহ বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিলাম। সরকার আমাদের কিছু দাবি মেনে নিয়েছে, এজন্য আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। তবে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ক্লাসের যে ক্ষতি হয়েছে, তা পূরণের লক্ষ্যে প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজী স্যারের আহ্বানে সাড়া দিয়ে শনিবারেও ক্লাস চালু রেখেছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য নড়াইল জেলার সকল শিক্ষক-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা জানান, আন্দোলনের সময় প্রায় দুই সপ্তাহ ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হয়। তাই পরীক্ষার আগে সপ্তাহান্তে ক্লাস চালু রাখার এই উদ্যোগকে তারা “শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত” হিসেবে দেখছেন।
প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...