Logo Logo

নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত


Splash Image

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ (৪৬) নিহত হয়েছেন। নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার শুক্তগ্রাম এলাকার সবোর শেখের ছেলে। তিনি বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাতে হাডুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাসুদ শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিবেদক- মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...