Logo Logo

বীরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ন্যায্য বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ, ২৮ অক্টোবর মঙ্গলবার, বিকাল ৪ টায় জামায়াত অফিস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা জননেতা মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সম্মানিত সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর, জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সহ-সেক্রেটারি মো. হাদিউজ্জামান হাদি; বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শূরা সদস্য ও বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা একেএম কাওসার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শূরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলাম; সহ-সেক্রেটারি মাওলানা কেএম দেলোয়ার হোসেন; বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সাবেক সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখার আইটি বিভাগের সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা মো. আমিনুল ইসলাম; বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো. হামিদুর রহমান; কর্মপরিষদ সদস্য মাওলানা মো. সামাউন কবির; কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম; কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌরসভার আমীর সাবেক ছাত্রনেতা মুহা. মোসাদ্দেক হোসাইন; যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা গোলাম নুর; সাবেক সেক্রেটারি মাওলানা আজিজুল হক সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শূরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমীর ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা মোঃ মতিউর রহমান ২৮ অক্টোবরের ঘটনাকে গণতন্ত্র ও মানবাধিকারের ওপর এক "বর্বরোচিত আঘাত" হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, "২৮ অক্টোবর ২০০৬ খ্রিষ্টাব্দে পল্টন ময়দানে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ছিল গণতন্ত্র ও মানবাধিকারের উপর এক বর্বরোচিত আঘাত। সেদিন রাষ্ট্রীয় প্রশ্রয়ে যে নিরীহ ধর্মপ্রাণ মানুষদের রক্ত ঝরানো হয়েছিল, তা ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। আজও সেই শহীদদের আত্মত্যাগের ন্যায্য বিচার হয়নি। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

তিনি আরও বলেন, "যারা ইসলামপ্রিয় মানুষদের রক্ত ঝরিয়েছে, তারা আজও বিভিন্ন মুখোশ পরে জাতির সামনে দাঁড়ায়। তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। ইনশাআল্লাহ, জনগণ এসব খুনিদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।"

বক্তারা অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের সকল দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...