Logo Logo

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে নালিতাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।


বিজ্ঞাপন


বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেলে দিবসটি উপলক্ষ্যে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় দলের নেতা ও কর্মীরা। সমাবেশ পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা আমীর ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফসার উদ্দিন, উপজেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বিএসসি, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন, নায়েবে আমীর আরিফ রাব্বানী, সেক্রেটারি ও জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন, শ্রমিককল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলার সভাপতি আবু সিনা জুবায়ের প্রমূখ।

উল্লেখ্য , ২০০৬ সালে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারা দেশে লগি-বৈঠা আন্দোলনের ডাক দেয়। খোদ দলীয় প্রধান শেখ হাসিনা নেতাকর্মীদের সমাবেশে লগি-বৈঠা নিয়ে আসার নির্দেশ দেন। সংঘর্ষ পাল্টা-সংঘর্ষের এক পর্যায়ে, ঢাকার পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং লাশের উপর নৃত্যের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে দলটি। নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। ওই ঘটনায় মামলা হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মামলা প্রত্যাহার হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...