Logo Logo

আলফাডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক ওলিয়ার রহমান আর নেই


Splash Image

ফরিদপুরের আলফাডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ওলিয়ার রহমান ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পল্লী প্রগতি সহায়ক সমিতি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার পাশাপাশি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। নিজ গ্রাম শিরগ্রামে স্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা করেন ‘শিরিন শাহাজাদী বালিকা বিদ্যালয়’।

গতকাল এশার নামাজের পর দক্ষিণ শিরগ্রাম মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর জানাজায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...