Logo Logo
ক্যাম্পাস

বৈষম্য বিরোধী চেতনা নজরুলের গল্প উপন্যাসে আমরা দেখতে পাই'- নোবিপ্রবি উপাচার্য


ভোরের বাণী

Splash Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে সোমবার (২৬ মে ২০২৫) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নজরুল এবং রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, কবিতা পড়েনি বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। নজরুল এবং রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা সাহিত্য চিন্তা করা যায় না। তাঁরা উভয়েই বাংলা ভাষা ও সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। নজরুল তার সাহিত্যে সবসময় শোষণের বিরুদ্ধে অসীম সাহস নিয়ে দাঁড়িয়েছেন। মুক্ত চিন্তা, নারী-পুরুষ সমতা ও বৈষম্য বিরোধী যে চেতনা তা নজরুলের গল্প উপন্যাসে আমরা দেখতে পাই। রবীন্দ্র-নজরুলের রচনা ছাড়া বাংলা ভাষা ও সাহিত্য কখনোই পূর্ণতা পেত না। এমন একটি আয়োজনের জন্য বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

অনুষ্ঠানে রবীন্দ্র বক্তা ছিলেন সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং নজরুল বক্তা ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শুভেন্দু সাহা। নোবিপ্রবি বাংলা বিভাগ ও বাংলা সংসদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ